|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, মার্চ ০৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো প্রেসক্লাবের ফুটবল টুর্নামেন্ট
উপজেলা ও আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করেন খেলাটি। ৯০ মিনিটের খেলায় জামালপুরের কাউনিয়ার চর ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন কোদালকাটি ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
https://www.ulipur.com/?p=31009
➤ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জেলা পর্যায়ে আর নৌকা প্রতীক থাকবে না, কুড়িগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
জেলা লেভেলে মানীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নৌকা প্রতিক থাকবে না। যে পারে সে নির্বাচন করবে স্থানীয় সরকারে। তাই আমরা মনে করি আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয় যারা বলেন গণতন্ত্রের চর্চা নাই তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে।
https://www.ulipur.com/?p=31015
➤ চিলমারী-রৌমারী নৌরুটে ২ মাস ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল
চিলমারী-রৌমারী রুটে ফেরি সার্ভিস চালু হওয়ায় এর চাহিদা বৃদ্ধি পায় এবং সরকার রাজস্ব আদায় শুরু হয়। কিন্তু হঠাৎ করেই রৌমারীর ফুলুরচরঘাট থেকে রৌমারী সদর যাওয়ার পথের একটি কালভাট ভেঙ্গে পড়ে, ফলে প্রায় ২মাস থেকে পণ্যবাহী গাড়িসহ সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে পড়ে।
https://www.ulipur.com/?p=31024