।। লাইফস্টাইল ডেস্ক ।।
স্মার্টফোন এখন যেন জীবনের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো, বিনোদনসহ নানা কাজে ব্যবহার করা এই স্মার্টফোনের ব্যবহার থেকে পেছনে পড়ে নেই শিশু-কিশোররাও। অধিকাংশ ক্ষেত্রে এ রকম অনেক শিশুকেই দেখা যায়, যারা তাদের অভিভাবকদের স্মার্টফোন প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন। এর ফলে অনেক অভিভাবক অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়া বা অনলাইন সুরক্ষা বিঘ্নিত হওয়ার শঙ্কায় থেকেই যান। তবে চাইলেই শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে কিছু সেটিংস ব্যবহার করে এসব সমস্যার সমাধান করা যায়।
চলুন জেনে নেয়া যাক শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে যে সেটিংসগুলো করা দরকারঃ-
➤ এর জন্য ডিভাইসের প্যারেন্টাল কন্ট্রোল চালু করে বিভিন্ন ধরণের অসামাজিক ভিডিও, নির্দিষ্ট সংখ্যক অ্যাপ, ওয়েবসাইট, এমনকি কনটেন্টে যেতে না পারায় শিশুরা ভুল জিনিস দেখা থেকে বিরত থাকবে
➤ বিভিন্ন ওয়েবসাইটে ও বড়দের জন্য প্রযোজ্য কনটেন্টে প্রবেশের জন্য সীমাবদ্ধতা আনতে কনটেন্ট ফিল্টার নামক সুবিধা ব্যবহার করা যেতে পারে। ফলে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দেখার সুযোগ পাবে না আপনার শিশু
➤ শিশুর কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলেও যেন সেই বিষয়ে জানতে বা তথ্য না পেতে পারে, সেজন্য সেফ সার্চ সেটিংসের ব্যবহার রাখা দরকার
➤ শিশুরা যাতে অ্যাপ ব্যবহার করে কোনো প্রকার তথ্য বা কনটেন্ট দেখতে না পারে এর জন্য অ্যাপ পারমিশন চালু রাখা ভালো
➤ গুরুত্বপূর্ণ একটি প্রথা হচ্ছে স্ক্রিন টাইম লিমিট করে রাখা। তাই শিশুর হাতে স্মার্টফোন দেয়ার আগে ডিভাইস বা অ্যাপে স্ক্রিন টাইম লিমিট করে রাখলে শিশুরা দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করতে পারবে না