বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে ২২ ক্যাটাগরিতে মোট ৮১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাঁটলিপিকার- কাম- কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ শব্দ ও ইংরেজি ৮০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ। কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
২. পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিতসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৩. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৪. পদের নাম: পরীক্ষাগার সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৫. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক- কাম- কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ। কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৬. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে ১ বছর মেয়াদি ডিপ্লোমা সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৭. পদের নাম: ভূপদার্থিক সহকারী
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যাসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৮. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৯. পদের নাম: মাড তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ফলিত রসায়নসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
১০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
১১. পদের নাম: অফিস সহকারী- কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১২. পদের নাম: ড্রাইভার গ্রেড- ২
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ড্রাইভিং লাইসেন্স। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অত্যাবশ্যক। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১৩. পদের নাম: অটো ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১৪. পদের নাম: বই বাঁধাইকার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
গ্রেড: ১৭
১৫. পদের নাম: পরীক্ষাগার পরিচারক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
১৬. পদের নাম: ফিটারমেট
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
১৭. পদের নাম: স্টোর সাহায্যকারী
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
১৮. পদের নাম: সেকশন কাটার
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
১৯. পদের নাম: গেসটেটনার অপারেটর/ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ডুপ্লিকেটিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
২০. পদের নাম: গ্রীজার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
২১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
২২. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: ১ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে। তবে ক্রমিকে ১, ৫ ও ১১নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৬নং পদে নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, বগুড়া, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্রমিকে ৭ থেকে ১৯নং পদে দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এছাড়া ক্রমিকে ২০ থেকে ২২নং পদে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, নোয়াখালী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল বিভাগ ও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১নং থেকে ১৩নং পদের জন্য আবেদন ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে উল্লিখিত ১৪নং থেকে ২২নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা প্রদান করতে হবে।
আবেদনের লিংক: http://gsb.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।