|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মার্চ ০৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ স্বাধীনতার মাসে রাজিবপুর থানা পুলিশের অস্থায়ী পুলিশী সেবা কেন্দ্র চালু
আমি ভাবতেও পারি নাই থানাটাই আমাদের এই অজপাড়া দুর্গম চরে আসবে। এখান থেকেই সব অভিযোগ ও সমাধান পাব। আমার জমিজমা নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজকে এখানে থানা বসেছে, আমার এতদিন চলে আসা জমির ঝামেলাটা আজকে শেষ হলো। জমিটা নিয়ে অনেক সমস্যায় ছিলাম।
https://www.ulipur.com/?p=30910
➤ কুড়িগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ঢেঁকিছাটা লাল চাল উৎপাদন
কুড়িগ্রাম জেলা শহরের কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের শিক্ষিত ও সচেতন যুবক মোশাররফ হোসেন ফারুক। শহরের এমএ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নিজে একজন উচ্চ প্রেসারের রোগী, স্ত্রীও ডায়াবেটিসে আক্রান্ত। দেহের সুস্থ্যতার জন্য চিকিৎসকদের পরামর্শে লাল চালের ভাত খাওয়া শুরু করেন। প্রথমদিকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মাধ্যমে ঢেঁকিছাটা লাল চাল কিনে খেতে হতো তাদেরকে।
https://www.ulipur.com/?p=30913
➤ কুড়িগ্রামে দেয়াল ঘেঁষে গভীর গর্ত, ঝুঁকিতে ফ্যাক্টরির মূল ভবন
কুড়িগ্রাম শহরের ভেলাকোপায় একটি অটো ফ্লাওয়ার মিলের ক্ষতির চেষ্টা করা হলেও প্রতিকার পাচ্ছে না ব্যবসায়ী পরিবারটি। বারবার পরিবারটির উপর হামলাও করা হচ্ছে। এছাড়াও দেয়াল ঘেঁষে গভীর গর্ত করে ফ্যাক্টরির দেয়াল ধসে ফেলা হয়েছে। এখন ঝুঁকিতে রয়েছে ফ্যাক্টরির মূল ভবন।
https://www.ulipur.com/?p=30895