।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম শহরের ভেলাকোপায় একটি অটো ফ্লাওয়ার মিলের ক্ষতির চেষ্টা করা হলেও প্রতিকার পাচ্ছে না ব্যবসায়ী পরিবারটি। বারবার পরিবারটির উপর হামলাও করা হচ্ছে। এছাড়াও দেয়াল ঘেঁষে গভীর গর্ত করে ফ্যাক্টরির দেয়াল ধসে ফেলা হয়েছে। এখন ঝুঁকিতে রয়েছে ফ্যাক্টরির মূল ভবন।
জানা যায়, কুড়িগ্রাম পৌরসভাধীন ভেলাকোপা গ্রামে অবস্থিত সুফিয়া অটো ফ্লাওয়ার মিলসটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী মোহাম্মদ আলী ও তার ৫ ছেলে বিভিন্নভাবে হয়রানি করছে। বিশেষ করে তার বড় ছেলে জেএমবি মামলায় জেল খেটে আসা রশিদুল ইসলাম কারণে-অকারণে প্রতিষ্ঠানের লোকজনকে মারপিটসহ জোড়পূর্বক চাঁদা আদায় করছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করা হলে আদালত থেকে জামিনে এসে আরও বেপরোয়া হয়ে উঠছে পরিবারটি। তারা মিলটি ধ্বংস করতে দেয়াল ঘেঁষে গভীর গর্ত করায় ইতিমধ্যে পূর্বদিকের দেয়াল ধসে পরেছে। ফাঁটল দেখা দিয়েছে মূল ভবনের দেয়ালেও। এনিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না মিলের মালিক সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলো।
মিলের মালিক সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলো বলেন, মিলটি ঘিরে ৪০/৪৫ জন কর্মচারী কাজ করছে। এলাকার একটি পরিবার ছাড়া আর কারও কোন অভিযোগ নেই। বেপরোয়া ও দুর্ধর্ষ দাঙ্গাবাজ পরিবারটির কারণে আমার মিলের বড় ধরণের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আমি কোনো প্রতিকার পাচ্ছি না।