।। নিউজ ডেস্ক ।।
“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এ প্রতিপাদ্যেকে ধারণ করে কুড়িগ্রাম সদরসহ নাগেশ্বরী ও উলিপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম সদরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে মিলিত হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশনার জিলহাজ উদ্দিনের সভাপতিত্বে দিবসের র্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বরমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম শরীফ খান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ২ মার্চ জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে নানা আলোচনা করেন।
অন্যদিকে উলিপুরে নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। এছাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ এরশাদুল হক মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারি সমাজসেবা অফিসার এ এইচ এম ইনামুল হক সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
এছাড়াও নাগেশ্বরীতে এ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার উজ্জ্বল হোসেন, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন প্রমুখ।