রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১৪ থেকে ১৬তম গ্রেডে শূণ্য পদে মোট ৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাঁট- মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শর্টহ্যান্ড লিখনে প্রতি মিনিটে গতি বাংলায় ৫০ শব্দ ও ইংরেজি ৮০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
২. পদের নাম: গাড়ি চালক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অত্যাবশ্যক এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৪. পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
আবেদনকারীর বয়সসীমা: আবেদন জমা দেয়ার শেষ তারিখে সাধারণ আবেদনকারী ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী কোটায় প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ক্রমিকে উল্লিখিত পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, ঝিনাইদহ, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সরকারি/বেসরকারি এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল বিভাগ ও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১নং থেকে ৪নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা প্রদান করতে হবে।
আবেদনের লিংক: http://iedcr.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ১৮ মার্চ ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।