।। টেক ডেস্ক ।।
অনলাইন ব্যবহারকারীদের জন্য ‘মকহ্যাও’ নামে নতুন এক আতঙ্ক ম্যালওয়্যার শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির এক দল গবেষক। সম্প্রতি তথ্য চুরির নতুন এ পদ্ধতি ম্যালওয়্যারকে ব্যবহার করে সাইবার অপরাধীরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ব্যবহারকারীদের কাছে প্রথমেই বার্তা প্রদান করে থাকে। তাদের প্রেরিত বার্তায় থাকা লিংকে যদি ভুলক্রমে কোনো ব্যবহারকারী ক্লিক করে তাহলে তৎক্ষণাৎ চালু হবে একটি ওয়েবসাইট এবং এর থেকে অজান্তেই ফোনের মধ্যে ইনস্টল হতে থাকে মকহ্যাও ম্যালওয়্যারযুক্ত ক্ষতিকর অ্যাপ।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর এই ম্যালওয়্যারকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের যন্ত্রে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য সংগ্রহ করে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়ানোর পাশাপাশি হাতিয়ে নিয়ে থাকে লক্ষ লক্ষ টাকা।
এ ব্যাপারে ব্লিপিং কম্পিউটার ডটকমের এক প্রতিবেদন বার্তায় ম্যাকাফির গবেষকেরা জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে ম্যালওয়্যারযুক্ত অ্যাপটি সহজেই চিহ্নিত করতে না পারে, সে জন্য ফন্ট ও নকশা তৈরি করে এই অ্যাপের মধ্যে এনেছে অনেকটা ক্রোম ব্রাউজারের মতো পরিবর্তন। ফলে স্মার্টফোনে এই অ্যাপটি ইনস্টল করা থাকলেও নজরে আসতে সমস্যা হবে অনেক ব্যবহারকারীর। অ্যাপটি সব সময় ফোনের পটভূমিতে চালু থাকার পাশাপাশি এসএমএস, ফোনকল, মাইক্রোফোনে ধারণ করা সব তথ্য জানতেও সক্ষম। রোমিং হান্টিস নামে এক সাইবার অপরাধী দল এই ক্ষতিকারক ম্যালওয়্যারটি তৈরি করেছে মর্মে ধারণা করছেন ম্যাকাফির গবেষকেরা।
ম্যাকাফির গবেষকেরা ব্যবহারকারীদের সাইবার হামলা রক্ষার্থে গুগলকে ‘মকহ্যাও’ নামে এই ম্যালওয়্যারটি সম্পর্কে অবহিত করার পর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ব্যবহারকারীদের ফোনের পটভূমিতে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ যাতে স্বয়ংক্রিয়ভাবে চালু হতে না পারে সে বিষয়ে কাজ শুরু করে দিয়েছে মার্কিন সংস্থাটি।