।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পায়নি হেনা আক্তার নামে এক শিক্ষার্থী। ফলে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি হেনা আক্তার। এ ঘটনার প্রতিকার চেয়ে ২৮ ফেব্রুয়ারি (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ডিগ্রি কলেজে। অভিযোগ উঠে আসে ওই কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলামের বিরুদ্ধে।
শিক্ষার্থী হেনা আক্তার তাঁর অভিযোগে উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গুনাইগাছ ডিগ্রি কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্স (বিএসএস) প্রথম বর্ষের নিয়মিত ছাত্রী তিনি। তাঁর স্বামী হাবিবুর রহমান ও বড় ভাই মোখলেছুর রহমান ফরম পূরণের জন্য কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলামকে ২৫০০ টাকা প্রদান করেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিএসএস শাখার প্রথম পরীক্ষা ছিল। এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) প্রবেশপত্র নিতে গেলে টালবাহানা করেন অধ্যক্ষ জাহেদুল ইসলাম। পরে ওই শিক্ষার্থী জানতে পারেন তার ফরম পূরণ করা হয়নি। ফলে পরীক্ষা দিতে না পারায় ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর।
শিক্ষার্থীর স্বামী হাবিবুর রহমান জানান, ‘কলেজের সহকারী অধ্যক্ষ মিজানুর রহমানের সামনে অধ্যক্ষ জাহেদুল ইসলামকে আমার স্ত্রীর ফরম পূরণের জন্য ২৫০০ টাকা দিয়েছি। এর কিছুদিন পর অধ্যক্ষ আমার স্ত্রী হেনা আক্তারকে জানায় তার ফরম পূরণ করা হয়েছে। কিন্তু এখন প্রবেশপত্র দিচ্ছে না। পরে আমরা কলেজ সূত্রে জানতে পারি তার ফরম পূরণ হয়নি। অধ্যক্ষ কেন এমনটা করলেন বুঝতে পারছি না।’
এ বিষয়ে গুনাইগাছ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সহকারী অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘ওই শিক্ষার্থীর সাথে আমাদের তো কোনো দ্বন্দ্ব নেই। যেকোনো ভুলের কারণে এমনটা হতে পারে। পরবর্তীতে তার ফরম পূরণে আমরা সার্বিক সহযোগিতা করব।’
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
//নিউজ//উলিপুর//মালেক/মার্চ/০১/২৪