।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক আলহাজ্ব হাবিবুর রহমান (৭৬) ইন্তেকাল করেছেন (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) উলিপুর মসজিদুল (মসজিদ) হুদায় মাগরিবের নামাজ আদায়ের সময় হঠাৎ গুরুত্বর অসুস্থ হলে তাকে রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার প্রথম জানাজা নামাজ বাদ আসর উলিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব তার গ্রামের বাড়ি নারিকেল বাড়ি কুড়ারপাড়ে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান বুলবুল, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
//নিউজ//উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/২৯/২৪