সম্প্রতি একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে ১৬তম গ্রেডের ৪ ক্যাটাগরির শূন্য পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: বাতি পরিদর্শক
পদসংখ্যা: ১৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: (বি)/সি, শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
২. পদের নাম: লাইনম্যান
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৪. পদের নাম: ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
আবেদনকারীর বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০/- টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা প্রদান করতে হবে।
আবেদনের লিংক: http://dscc.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।