।। টেক ডেস্ক ।।
যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকায় অনলাইন প্রেমীদের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বর্তমানে এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সর্বদাই জনপ্রিয়তা লাভ করেছে। তবে ব্যবহারকারীদের কাজের ক্ষেত্রে আরও সহজতর ও অভিজ্ঞতার দিক বিবেচনা করে এবার হোয়াটস্যাপ অ্যাড অ্যাকাউন্ট নামে একটি ফিচার চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। যা ব্যবহার করে একই অ্যাপে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
চলুন জেনে নেয়া যাক একই অ্যাপে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতিঃ-
⇛ একই অ্যাপে দুটি অ্যাকাউন্ট যুক্ত করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে
⇛ তারপর অ্যাপ থেকে সেটিংয়ে প্রবেশ করে নিজের প্রোফাইল ছবির ডান দিকে কোণায় একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে
⇛ উক্ত অপশনে ক্লিক করলে আপনার নাম এবং নম্বর দেখা যাবে
⇛ তারপর স্ক্রিনে নিচে অ্যাকাউন্ট যুক্তকরণের জন্য অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন
⇛ অ্যাড অ্যাকাউন্ট বিকল্প অপশন নির্বাচন করে পূর্বের নম্বর যেভাবে রেজিস্টার করা হয়েছে ঠিক একই নিয়মে নতুন নম্বর ব্যবহার করে রেজিস্টার করে দিবেন
⇛ এবার প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় কার্যক্রম সঠিক পরিসরে সম্পন্ন হয়ে থাকলে এক অ্যাপে একসাথে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহজেই ব্যবহার করতে পারবেন