।। টেক ডেস্ক ।।
তথ্য আদান-প্রদানের জনপ্রিয় একটি মাধ্যম হলো জিমেইল। তবে অধিকাংশ ক্ষেত্রে এই জিমেইলের পাসওয়ার্ড ভুলে গিয়ে ব্যবহারকারীদের নানান বিড়ম্বনায় পড়তে হয়। একদিকে যেমন ব্যাহত হয় নিজের ব্যক্তিগত কাজ, অন্যদিকে পোহাতে হয় নানান জটিলতা। তবে চাইলেই রিকভারি ই-মেইল যুক্তকরণের মাধ্যমে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে পুনরুদ্ধার করা যাবে জিমেইল। চলুন জেনে নেয়া যাক জিমেইলে রিকভারি ই-মেইল যুক্ত করতে যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে।
কম্পিউটারে রিকভারি ই-মেইল যুক্ত করার পদ্ধতিঃ-
★ প্রথমে কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশ করে জিমেইলের প্রোফাইল ছবিতে ক্লিক করবেন
★ তারপর স্ক্রিনে থাকা পপআপ বক্স থেকে ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ নামের একটি ট্যাব দেখা যাবে এবং তাতে ক্লিক করে দিবেন
★ তারপর পরের পৃষ্ঠার বাঁ দিকে ‘সিকিউরিটি’ অপশনটি ক্লিকের মাধ্যমে নির্বাচন করে দিবেন
★ স্ক্রিনে থাকা পৃষ্ঠার পরের পৃষ্ঠার নিচে ‘রিকভারি ই-মেইল’ অপশনে ক্লিক করে পাসওয়ার্ড লিখে ‘রিকভারি ই-মেইল’ বক্সে বিকল্প ই-মেইল ঠিকানা যোগ করবেন
★ তারপর নিচে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করা মাত্রই বিকল্প ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং উক্ত কোডটি লিখে দিলেই বিকল্প ই-মেইলটি রিকভারি হয়ে যাবে
স্মার্টফোন রিকভারি ই-মেইল যুক্ত করার উপায়ঃ-
★ এর জন্য প্রথমে স্মার্টফোনের জিমেইল প্রোফাইলে বা ছবিতে ক্লিক করবেন
★ তারপর স্মার্টফোনের স্ক্রিনে পপআপ বক্স থেকে ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে ‘সিকিউরিটি’ অপশন নির্বাচন করে দিবেন
★ তারপর নিচের দিকে স্ক্রল করলে রিকভারি ই-মেইল অপশন দেখা যাবে এবং তাতে ক্লিক করে আঙুলের ছাপ দিতে হবে
★ আঙুলের ছাপ দেয়ার পর পরের পৃষ্ঠায় ‘রিকভারি ই-মেইল’ বক্সে একটি বিকল্প ই-মেইল ঠিকানা লিখতে হবে
★ তারপর নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করলে একটি কোড উক্ত মেইল ঠিকানায় যাবে
★ এবার কোডটি ভেরিফিকেশন বক্সে লিখে দেয়া মাত্রই বিকল্প ই-মেইল ঠিকানাটি রিকভারি ই-মেইল হিসেবে যুক্ত হয়ে যাবে