শাহাদত হোসেন শুভ (উলিপুর):
“রেল আমাদের সম্পদ, নিজে টিকিট কাটুন, অন্যকে টিকিট কাটতে উদ্ভুদ্ধ করুন” স্লোগানকে সামনে রেখে ট্রেনের টিকিট সংগ্রহের মাধ্যমে নিশ্চিত রেলভ্রমনে জনসচেতনতা বৃদ্ধিতে উলিপুরে একটি ব্যতিক্রমী ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকাল ৯:৩০ মিনিটে উলিপুর রেলস্টেশনে কুড়িগ্রাম ও তিস্তাগামী যাত্রীদের মাঝে ট্রেনের টিকিট কাটতে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন শুরু করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম জেলা কমিটির কার্যকারী সদস্য অনিকেত মাসুম, উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর, সাধারন সম্পাদক নুর আমিন, উলিপুর পৌর শাখার আহ্বায়ক আ. হাসনাত রাজিব, শুভ প্রমুখ।
উলিপুর রেলস্টেশন মাস্টার মুনসুর কাদের উলিপুর ডট কম কে বলেন, অন্য দিনের চেয়ে আজ টিকিট বিক্রি হয়েছে ৩ গুন বেশি। গণকমিটি উলিপুর উপজেলা শাখার শাখার সভাপতি আপন আলমগীর উলিপুর ডট কম কে বলেন, রেল জাতীয় সম্পদ, একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। রমনা ট্রেনের সকল যাত্রীর টিকিট নিশ্চিত করতে তাদের এই ক্যাম্পেইন। আগামী ৩১ জানুয়ারী ২০১৭ পর্যন্ত ট্রেনের টিকিট কেটে ভ্রমণের ব্যাপারে গণকমিটির জনসচেতনতা ক্যাম্পেইন চলবে।