|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বিপি’র ১৬৭তম জন্মদিন পালিত
উলিপুরে ব্যাডেন পাওয়েলের (বিপি) ১৬৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)বিকেলে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি।
➤ নাগেশ্বরীতে মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৯
নাগেশ্বরীতে মাইক্রো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুত্বরদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
https://www.ulipur.com/?p=30675
➤ উলিপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটাসহ জমি দখলের অভিযোগ
উলিপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটাসহ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট রামধন এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী আলিমা বেগম (৫০) উলিপুর থানায় একটি নিখিত অভিযোগ করেছেন। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী।
https://www.ulipur.com/?p=30681
➤ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে নাগেশ্বরীতে হানিফ বাংলাদেশী
সীমান্ত হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে নাগেশ্বরীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকাস্থ বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশীর নেতৃত্বে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা পরিষদ গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগের দিন হানিফ বাংলাদেশি ভূরুঙ্গামারীতে এই কর্মসূচি পালন করেন।
https://www.ulipur.com/?p=30684