বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে ১৩ ক্যাটাগরির শূন্য পদে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৭৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী পরিচালক (ট্র্যাফিক)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: পুর-কৌশল (সিভিল) বিষয়ে স্নাতক ডিগ্রি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৪. পদের নাম: জনসংযোগ কর্মকর্তা
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৫. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৬. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
৭. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় অন্যূন ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৮. পদের নাম: ট্র্যাফিক পরিদর্শক
পদসংখ্যা: ০৯
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৯. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
১০. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
১১. পদের নাম: ওয়্যারহাউজ/ইয়ার্ভ সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ৪৭
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
১২. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: ১০ মার্চ ২০২৪ তারিখে, প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৭নং ও ১২নং পদে দেশের সকল জেলা/বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ক্রমিকে ৮নং পদে মুক্তিযোদ্ধা, মহিলা, ক্ষুত্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার সদস্য কোটায়- ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর ও কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষীপুর ও নোয়াখালী জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া জেলা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলা এবং সিলেট বিভাগের মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৯নং পদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ কোটায়- ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ক্রমিকে ১০নং পদে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায়- সিলেট বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১১নং পদে মুক্তিযোদ্ধা, মহিলা, ক্ষুত্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার সদস্য কোটায়- ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী ও রাঙ্গামাটি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলা, রংপুর বিভাগের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলা, খুলনা বিভাগের খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এছাড়া ক্রমিকে উল্লিখিত ১৩নং পদে মুক্তিযোদ্ধা, মহিলা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায়- ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরিয়তপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলা এবং সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা, ক্রমিকে ৪ ও ৫নং পদের জন্য ৫০০/- টাকা, ৬ থেকে ৯নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা, ১০ থেকে ১২নং পদের জন্য ২০০/- টাকা এবং ক্রমিকে উল্লিখিত ১৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।