|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে উদ্দীপনামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নাগেশ্বরীতে আলোচনাসভা ও শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনামূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নাগেশ্বরী সরকারি কলেজ সংলগ্ন ঝরনা মেমোরিয়াল প্রাইভেট শিক্ষালয়ে সোমবার বিকালে এ অনুষ্ঠান হয়। নাগেশ্বরী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং কচাকাটা কলেজের প্রভাষক আব্দুল জলিলের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু।
➤ চিলমারী কল্যাণ সমিতি কমিটি গঠন
কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে এগিয়ে নিতে চিলমারী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক এমপি গোলাম হাবিব-কে ১নং উপদেষ্টা করে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এভারশাইন এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মোঃ হারুন-অর-রশীদ (শামীম)।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশের হাতে গ্রেফতার ২৮
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ১০ জন (কুড়িগ্রাম-০৯, উলিপুর-০১), সিআর ওয়ারেন্ট মূলে ১০ জন (কুড়িগ্রাম-০২, রাজারহাট-০৪, উলিপুর-০১, নাগেশ্বরী-০১, রৌমারী-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ০৪ জন (কুড়িগ্রাম-০২, নাগেশ্বরী-০১, রৌমারী-০১), ১৫১ ধারায় ০৩ জন (রাজিবপুর থানা), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর) সহ মোট ২৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
https://www.ulipur.com/?p=30622
➤ ফুলবাড়ীতে মিলছে সাত টাকায় ব্যাগভর্তি বাজার
উদ্বোধনী দিনে ফুলবাড়ীর বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এক কেজি শিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, দুই আঁটি ধনে পাতা, দুই আঁটি পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজার মূল্য তিনশত টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র সাত টাকায়।
https://www.ulipur.com/?p=30629
➤ ফুলবাড়ীতে অভিনব কায়দায় মাদক পরিবহনের চেষ্টাকালে গ্রেফতার ১
পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম সোমবার (১৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডবাজার এলাকা থেকে বগুড়া জেলার গাবতলী গ্রামের মাদক কারবারি মোঃ মজনু মিয়াকে অভিনব কায়দায় প্যাডেল চালিত ভ্যানের বডিতে ফিটিংকৃত অবস্থায় ০৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=30633
➤ কুড়িগ্রামে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন
কুড়িগ্রামে ২৬০ জন বেকার যুবক ও যুব মহিলাদের ১৩টি ট্রেডের আওতায় ৪৫ দিন মেয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।
https://www.ulipur.com/?p=30641
➤ কুড়িগ্রামে তিন উপজেলায় ইয়ুথ ইনোভেশন ল্যাব অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে যুবক ও যুবতীদের অগ্রণী ভূমিকা পালনে তিন উপজেলার যুবদেরকে নিয়ে ৩ দিনব্যাপী ইয়ুথ ইনোভেশন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে আরডিআরএস ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা।
https://www.ulipur.com/?p=30637