।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে যুবক ও যুবতীদের অগ্রণী ভূমিকা পালনে তিন উপজেলার যুবদেরকে নিয়ে ৩ দিনব্যাপী ইয়ুথ ইনোভেশন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে আরডিআরএস ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা।
এ সময় বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের হেড অব সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন আশিক বিল্লাহ, টেকনিক্যাল স্পেশালিষ্ট-সিভিক এনগেজমেন্ট আরাফাত আল ইয়াছিন, টেকনিক্যাল স্পেশালিষ্ট-ইউথ লিডারশিপ শারমিন মমতাজ, ফিন্যান্স ম্যানেজার কমল কুমার ঘোষ, টেকনিক্যাল স্পেশালিষ্ট-সেই রাকিবুল বাহার, আরডিআরএস সিএনবি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ্ আল মামুন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জাহানুর রহমান খোকন প্রমুখ।
নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরওয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এর আর্থিক এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ ’চাইল্ড, নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্প থেকে দাসেরহাট আরডিআরএস ট্র্রেনিং সেন্টারে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই ইয়ুথ ইনোভেশন ল্যাব এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলা থেকে ৯ জন যুবক ও ৯ জন যুবতী অংশগ্রহণ করে। কর্মশালার মাধ্যমে তারা ইউনিয়ন ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা ও সম্ভাব্য বাজেট নিয়ে পরিকল্পনা উপস্থাপন করে। পড়াশোনার পাশাপাশি নিজেদের ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ও নারী নির্যাতন বন্ধে প্রচারণামূলক কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের উদ্যোগে বাজেট পরিকল্পনা করে বিভিন্ন স্টেকহোল্ডারকে নিয়ে এই গ্রুপ সরাসরি কার্যক্রমে অংশগ্রহণ ও বাস্তবায়ন করবে।