।। নিউজ ডেস্ক ।।
সারাদেশের ন্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কুড়িগ্রাম জেলা শাখার শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একটি বিরাট আনন্দ শোভাযাত্রা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আনন্দ শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে কেক কেটে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন এসএম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও শর্ট ফিল্ম নির্মাতা লুনা জামান, কবি ইসরাত জাহান, বাংলাদেশ বেতার রংপুর ও বিটিভির শিল্পী মো:আজাদ আলী, দেবাশীষ রায়, শাহিন আলম, আল আমিন ও শিশু শিল্পী পুস্পিতা রায়সহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও যাত্রা শিল্পী এবং কবিগণ সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার উপজেলা পর্যায়ের শিল্পকলা একাডেমির আয়োজনে উলিপুর, ফুলবাড়ী,নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালিত হয়।