|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ বাঁচতে চায় ফুলবাড়ীর তরনী কান্ত
ফুলবাড়ীর তরণী কান্ত রায় (৩৫)। তিনি সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের পাঠানটারী এলাকার বাসিন্দা মৃত. রাম মোহন রায় এর ছেলে। তরণীর ছোট সংসার আছেন ছেলে, মেয়ে আর স্ত্রী। ছেলে প্রথম শ্রেণী ও মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। পিতার রেখে যাওয়া ০৪ শতাংশ ভিটেয় চার ভাই মিলে থাকেন। এছাড়া তাদের আর কোনো ফসলি জমিও নেই।
https://www.ulipur.com/?p=30577
➤ ভূরুঙ্গামারীতে প্রশাসনের হস্তক্ষেপে নবজাতক ফিরল মায়ের কোলে
শনিবার ভোরে জন্ম গ্রহন করে মুক্তি। পরে জন্মের ৫ ঘন্টা পরে প্রতিবেশি মামাতো বোন লাকী-আলমগীরের কাছে দত্তক দেয়া হয়। দত্তকের বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচরে বসে প্রসাশন। পরে রাতেই স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপে মুক্তিকে ফিরিয়ে দেয়া হয়।
https://www.ulipur.com/?p=30582
➤ উলিপুরে সরকারি জায়গা অবৈধ দখলে
উলিপুরে ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজারের সরকারি স্থাপনা অবৈধভাবে দখল করে টং ঘর তুলেছেন শফিকুল নামে এক লন্ড্রি ব্যবসায়ী । এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ ফেব্রয়ারি) রাত ২টায়।
https://www.ulipur.com/?p=30589