।। উপজেলা প্রতিনিধি ।।
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এ প্রতিপাদ্য ধারণ করে উলিপুরে সপ্তাহব্যাপী ২৮তম উলিপুর বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিজয় মঞ্চ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য জুলফিকার আলী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বইমেলা পরিচালনা কমিটির সমন্বয়কারী জিয়ন রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তপন সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক সাজাদুর রহমান তালুকদার সাজু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ জুলফিকার আলী সেনা, উলিপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মিজানুর রহমান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
রাতে ফ্রেন্ডস ফেয়ারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
//নিউজ//উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/১৭/২৪