।। নিউজ ডেস্ক ।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমিতে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ক- বিভাগে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, খ- বিভাগ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি ও গ- বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)- এর সভানেত্রী নাজিয়া আফরোজ নীভা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিচারক মন্ডলীর সদস্য শহিদুল ইসলাম, সোনা রায় ও অভিভাবকগণ।