|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা
নাগেশ্বরীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা ও সঙ্গ প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
➤ রাজিবপুরে হত্যার পর ইজিবাইক ছিনতাই মামলায় গ্রেফতার ২
রাজিবপুরে ইজিবাইক ছিনিয়ে নিয়ে এনামুল হক (৫০) নামে এক চালক হত্যার ঘটনায় আবু হানিফ (৬৮) ও ফারুক শেখ (৫৫) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের ১৬ দিন পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদী ও টঙ্গী স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=30516
➤ নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন
পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। শিমুল, পলাশসহ নানা ফুলে সেজেছে নতুন রঙে নতুন ঢঙ্গে। সকালের মিষ্টি রোদ মিশ্রিত প্রকৃতির এই নতুন রূপে মেতে উঠেছে বাঙালি। বাঙালি তরুণীদের খোপায় হলুদ ফুল, পরনে শাড়ি আর তরুণ যুবকদের হলুদ পাঞ্জাবি-পায়জামা পরে নতুন সাজ। শহর থেকে শুরু করে গ্রাম-বাংলার তরুণ-তরুণী ও যুবক-যুবতীসহ নানা বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীদের দিন কাটে আনন্দ-উচ্ছ্বাসে। এর ব্যত্যয় ঘটেনি কুড়িগ্রামের নাগেশ্বরীতেও।
https://www.ulipur.com/?p=30525
➤ ফুলবাড়ীতে চার দিনপর অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১
পুলিশ জানায়, সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কুলছাত্রীকে অপহরণ করে আত্মগোপনে চলে যান সাজু মিয়া। এ দিকে স্কুলছাত্রী অপহরণ হওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে কোথাও না পেয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ভিকটিমের বাবা বাদী হয়ে সাজুর বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
https://www.ulipur.com/?p=30521
➤ কুড়িগ্রামে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৪৯৯
কুড়িগ্রামে চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে চলতি বছরে শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ৯২০ জন। অংশগ্রহণ করেছে ২৫ হাজার ৪২১ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন। উপস্থিতির হার ৯৮ দশমিক ৭ ভাগ। অনুপস্থিতির কারণ তলিয়ে দেখবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা বিভাগ।
https://www.ulipur.com/?p=30513
➤ কুড়িগ্রামে এক হাজার এসএসসি পরীক্ষার্থী পেল ছাত্রলীগের উপহার
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা দিতে আসা এক হাজার শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ খাবার পানির বোতল তুলে দিল জেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বালক উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও অভিভাকদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
https://www.ulipur.com/?p=30509