।। টেক ডেস্ক।।
ব্যবহারকারীদের আবহাওয়ার খবর জানিয়ে দিতে আইওএসের পর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু করতে চলেছে গুগল ম্যাপস। যদিও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে নতুন এই সুবিধার সহযোগিতায় যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়ার তথ্য জানতে পারবেন ব্যবহারকারী। গুগল ম্যাপসে যুক্তকরণ ফিচারের সুবিধা ইতোমধ্যে কিছুসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী গ্রহণ করার সুযোগ পেলেও পর্যায়ক্রমে তা সকলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন সংস্থা গুগল।
নাইন টু ফাইভের এক প্রতিবেদন বার্তায় জানা যায, গুগল ম্যাপস অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করে আবহাওয়ার তথ্য জানা যাবে। সুবিধাটি সক্রিয় হওয়ার পর গুগল ম্যাপস অ্যাপের সার্চ বারের বাঁ দিকে নিচে ছোট একটি বক্স লক্ষ্য করা যাবে এবং উক্ত বক্সে শুধু আবহাওয়ার তথ্যই নয়, পাশাপাশি বায়ুর মানও জানতে পারবেন ব্যবহারকারীরা। একই সাথে নির্দিষ্ট এলাকার তাপমাত্রার হারের পূর্বাভাস সম্পর্কেও জানা যাবে এই বক্সের মধ্যে।
এছাড়াও বর্তমানের তুলনায় দ্রুত ও বিস্তারিতভাবে নির্দিষ্ট স্থানের সম্যক ও সঠিক তথ্য ব্যবহারকারীদের জানিয়ে দিতে গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জায়ান্ট গুগল। ফলে ব্যবহারকারীর যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত জানিয়ে দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থানের ছবিসহ অন্যান্য ব্যবহারকারীর মতামতের উপর পর্যালোচনাও করবে গুগল ম্যাপস।