জরীফ উদ্দীন (উলিপুর):
আজ বিকাল তিন ঘটিকায় উলিপুর উপজেলা চত্বরে হতদরিদ্রদের মাঝে চেক বিতরণ করেন উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান হিসাবে ৮২ জন হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১৮০০/- টাকার চেক বিতরন করা হয়। বিতরণ কালে উপস্হিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: হায়দার আলী মিঞা, বাংলাদেশ আওয়ামীলীগ, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা সমাজ সেবা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
সমাজ সেবা অফিসার হাবিবুর রহমান বলেন, হতদরিদ্রদের নিয়ে কাজ করছে সমাজসেবা অধিদফতর। সামাজিক নিরাপত্তা কর্মসুচির অাওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা উলিপুর উপজেলায় চলমান অাছে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষন করে আরও বলেন, উলিপুর উপজেলায় সকল প্রকার ভাতার উপকার ভোগীর সংখ্যা বাড়ানোর হউক। যাতে করে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠনে সহায়তা হবে।