।। টেক ডেস্ক ।।
অত্যাধুনিক জগতে মার্টফোন ব্যবহারকারীদের ছবি সেভ রাখার গ্যালারি হিসেবে দারুণ কার্যকরী হয়ে উঠেছে টেক প্রতিষ্ঠান জায়ান্ট গুগলের পণ্য গুগল ফটোজ। তবে হাই কোয়ালিটির ছবি এবং ভিডিও যথেষ্ট জায়গা নেওয়ায় প্রায়শই অপর্যাপ্ত স্টোরেজ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। অনেক সময় গুরুত্বপূর্ণ ছবি বা ফাইল নিরাপদে রাখতে গুগলের ফ্রি স্টোরেজ ১৫ জিবির সীমা ফুরিয়ে যাওয়ার শঙ্কা থেকেই যায় গুগল ফটোজে। তবে চাইলেই গুগল ফটোজ অ্যাপের মাধ্যমে স্টোরেজ ক্লিয়ার করে নির্বিঘ্নে স্টোরেজ সমস্যা সমাধান করা সম্ভব।
চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনের মাধ্যমে গুগল ফটোজের স্টোরেজ ক্লিয়ার করার উপায়ঃ-
★ এর জন্য প্রথমেই স্মার্টফোনে গুগল ফটোজ অ্যাপ ওপেন করে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে প্রবেশ করতে হবে
★ তারপর স্ক্রিনে থাকা উপরের দিকে নিজের প্রোফাইল ছবি বা Initial দেখা যাবে এবং তাতে ক্লিক করতে হবে
★ তারপর নির্বাচন করা অপশন থেকে ফটো সেটিংস অপশন বের করে তাতে ক্লিক করতে হবে
★ সেটিংস অপশনে ব্যাকআপে ক্লিক করার পর ম্যানেজ স্টোরেজ অপশনে ক্লিক করে দিতে হবে
★ এবারে রিভিউ অ্যান্ড ডিলিট -এর অধীনে একটি বিভাগ নির্বাচন করে পরবর্তীতে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে
★ ক্লিক করার পর যা যা ডিলিট করা প্রয়োজন তা নির্বাচন করতে হবে এবং মুভ টু ট্রাশ বা ডিলিট অপশনে ক্লিক করে স্টোরেজ ক্লিয়ার করা যাবে
ডেস্কটপে গুগল ফটোজের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবেঃ-
★ প্রথমে ডেস্কটপের স্টোরেজ ম্যানেজমেন্ট টুলটি ওপেন করে রিভিউ অ্যান্ড ডিলিট অপশন বের করতে হবে
★ তারপর সেখানে থাকা অপশনগুলির মধ্যে থেকে যেকোনো বিভাগে ক্লিক করতে হবে
★ তারপর যে আইটেমগুলো ডিলিট করার উপযোগী তা সিলেক্ট করা জরুরী
★ এবার সিলেক্ট করার পর মুভ টু ট্রাশ বা ডিলিট বিকল্পে ক্লিক করে দিতে হবে