।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ ইং সময়ের জন্য দুই বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সাধারণ পরিষদের সভায় এ নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম আর মিন্টু (দৈনিক মানবজমিন/করতোয়া) এবং ইউসুফ আলমগীর (এটিএন বাংলা) ও নাজমুল হোসেন (যমুনা টিভি) কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২০২৩ ইং দুই বছর মেয়াদি কমিটির সকল আয়-ব্যয় এবং বিভিন্ন কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক। আগামী ২০২৪-২০২৫ ইং দুই বছর মেয়াদের জন্য বর্তমান সাধারণ পরিষদের সদস্যদের ডিক্লারেশন, নিয়োগপত্র, আইডি কার্ডসহ অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে ৩৫ জন সদস্যকে বৈধ ঘোষণা করে ভোটার তালিকা চূড়ান্ত করে যাচাই-বাছাই কমিটি। সভায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮, ধারা-১, অনুযায়ী উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ (তিন) সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সেই সাথে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০/০৩/২০২৪ ইং তারিখের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এক পত্রের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।