।। উপজেলা প্রতিনিধি ।।
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এ প্রতিপাদ্য ধারণ করে উলিপুরে সপ্তাহব্যাপী ২৮তম উলিপুর বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিজয় মঞ্চ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ফিতা কেটে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান এবং নাগরিক সংবর্ধনা শেষে বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, জেলা বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স. ম. আল মামুন সবুজ। মেলার সমন্বয়কারী জিয়ন রায়হানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য জুলফিকার আলী সেনা প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
//নিউজ//উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/১০/২৪