ওয়ারেস আলী (দুর্গাপুর):
দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর স্টেশনের পাসে রেলের সেতুতে স্লিপার হিসাবে বাঁশ ব্যবহার করা হয়েছে । যে কোনো সময় ওই সেতুতে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে দেশের কয়েকটি স্থানে ভবন নির্মাণে লোহার বদলে বাঁশের ব্যবহার নিয়ে গণমাধ্যমে খবর বের হয়। ‘সিমেন্ট ছাড়াই’ মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুলভবন নির্মাণের দুই সপ্তাহের মাথায় গতকাল ধসে পড়ে ভবনের সিঁড়ি।
স্থানীয়রা জানিয়েছেন, তিস্তা- রমনা বাজার রেলপথের পাঁচপীর স্টেশনের পাসে ২ টা রেলসেতুর অর্ধেক স্লিপার নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়া স্লিপার সংস্কারে লোহার রড বা পাতের বদলে লাগানো হয় বাঁশের ফালি। রেল লাইন থেকে যাতে স্লিপার স্থানচ্যুত না হয় সে জন্য লাইনের ওপর পেরেক ঠুকে লাগানো হয়েছে ফালি করা বাঁশ। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। সেতুটির ওপর দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে।এ অবস্থায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এ রুটে চলাচলকারী ট্রেন যাত্রীরা ।
রমনা ট্রেনের চালক ফরাহদ হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, লাইনের অবস্তা খারাপ থাকায় আস্তে আস্তে চলাচল করতে হয় ,এতে সময় বেশি লাগছে । রেল সেতুতে বাঁশের স্লিপারে থাকায় ট্রেনের চলাচল ঝুঁকিপুর্ণ।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, পাঁচপীর স্টেশন শাখার সভাপতি এমদাদুল হক বলেন , রেলওয়ে কতৃপক্ষকে কয়েকবার বলেছি রেল লাইন সংগস্কারের জন্য, কোন কাজ হয় নি ।
দুর্গাপুরের রেলসেতুতে লোহার বদলে বাঁশ ব্যবহার, দুর্ঘটনার আশঙ্কা
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.