।। টেক ডেস্ক ।।
স্মার্টফেনে কাজ করতে গিয়ে অনেক সময় ভুলক্রমে গুরুত্বপূর্ণ অনেক কিছু ডিলিট হয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো ফোন নম্বর। ফলে প্রয়োজনীয় মুহূর্তে যোগাযোগ করতে চাইলেও ফোন নম্বর না থাকায় তাদের সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে না। তবে জানেন কি? ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তের মধ্যেই কিছু পদ্ধতি অবলম্বনে পুনরুদ্ধার করা যায়।
জেনে নিন ডিলিট হওয়া ফোন নম্বর ফিরে পাওয়ার পদ্ধতিঃ-
★ ফোন নম্বর পুনরায় ফিরে পেতে প্রথমে স্মার্টফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করতে হবে
★ তারপর ফোনে যে নম্বর সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে উক্ত অ্যাপে প্রবেশ করতে হবে
★ গুগল কন্টাক্টসে প্রবেশ করার পর নিচের দিকে ফিক্স ও ম্যানেজ আইকন দেখা যাবে এবং তাতে ক্লিক করতে হবে
★ তারপর স্ক্রিনে কন্টাক্ট নাম্বার ইমপোর্ট ও এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন দেখা যাবে
★ উক্ত অপশনগুলির মধ্যে থেকে রিস্টোর কন্টাক্ট অপশন নির্বাচন করতে হবে
★ এবার স্ক্রিনে থাকা রিস্টোর বাটনে ক্লিক করে দিলেই ডিলিট হয়ে যাওয়া সমস্ত কন্টাক্ট নম্বর আবার ফোনে পুনরুদ্ধার হয়ে যাবে
এছাড়াও ফোনে ব্যাকআপ অপশনের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর ফিরে পাওয়া যায়। এর জন্য প্রথমে ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। তারপর ব্যাকআপ ও রিস্টোর অপশন নির্বাচন করে রিস্টোর অপশনে ক্লিক করতে হবে। এবার স্ক্রিনে কন্টাক্ট অপশন দেখা যাবে এবং তাতে ক্লিক করে দিতে হবে।