|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, ফেব্রুয়ারি ০৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ আগামীকাল থেকে কুড়িগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ইজতেমা
কুড়িগ্রামে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মুসলিম জমায়েত ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ৩ দিনব্যাপী এ ইজতেমার আয়োজন করা হয়।
https://www.ulipur.com/?p=30290
➤ নাগেশ্বরীতে টেলিটকের ফোরজি নেটওয়ার্কের দাবি গ্রাহকদের
নাগেশ্বরীতে টেলিটকের টাওয়ারে ফোরজি নেটওয়ার্ক যুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এতে করে দেশের রাজস্ব আয়ের পাশাপাশি গ্রাহক সাশ্রয়ী দামে প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। স্থানীয়রা জানান, অন্যান্য টেলিযোগাযোগ অপারেটরের পাশাপাশি দেশীয় অপারেটর হিসেবে টেলিটক সিম ব্যবহারে সাশ্রয়ী দামে কথা বলতে পারলেও সচরাচর সব জায়গায় নেটওয়ার্ক পান না তাঁরা।
https://www.ulipur.com/?p=30297
➤ কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
পুলিশ জানায়, জেলার ৫ থানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৭ ফেব্রুয়ারি) ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। এতে সিআর ওয়ারেন্ট মূলে রৌমারীতে ৭ জন ও উলিপুরে ২জন, সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্ট মূলে সদর থানায় ১ জন, নিয়মিত মামলায় উলিপুরে ১৩ জন, পুর্বের মামলায় নাগেশ্বরী ও ঢুষমারা থানায় ২ জন এবং সদর থানায় ১৫১ ধারায় ১ জনসহ মোট ২৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরের পর তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
https://www.ulipur.com/?p=30300