।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ইউনিয়ন ভিত্তিক পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচি অন্তর্ভুক্তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুর রহমান, ইউডিএমসি সদস্য ও পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ রায়, ৯নং ওয়ার্ড মেম্বার হায়দার আলী প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর ‘‘নারী নেতৃত্বাধীন সিএসওদের অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন পার-২ প্রকল্প।’’ দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এতে আর্থিকভাবে সহায়তা করছে। মূলত দুর্যোগপ্রবণ এলাকায় জলবায়ু সহনশীল অভিযোজন কর্মসূচি গ্রহণে সক্ষমতা বৃদ্ধি ও জনউদ্যোগ বাড়াতে এই সভার আয়োজন করা হয়।
পরে ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ ইউনিয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অংশগ্রহণ করেন। এ সময় সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে ৯টি ওয়ার্ড থেকে ১৬৬টি উন্নয়ন কার্যক্রম নির্ধারণ করা হয়।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী, হলোখানা ও যাত্রাপুর ইউনিয়ন এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নসহ জেলায় ৪টি ইউনিয়নে এবং জামালপুর জেলার ৪টি ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই সভার আয়োজন করা হয়।