।। টেক ডেস্ক ।।
সম্প্রতি ২০২৩ সালের মে মাসে ‘চ্যাট লক’ নামের নিরাপত্তা সুবিধা চালু করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও বার্তা নিরাপদে রাখার সুযোগ করে দিয়েছে মেটা মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে বর্তমানে ব্যবহারকারীর আদান-প্রদান করা সকল তথ্য লক করে পৃথক ফোল্ডারে রাখার এই ‘চ্যাট লক’ সুবিধাটি কেবলমাত্র আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ফোনগুলিতে ব্যবহার করা যায়। স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এবারে আলোড়ন সৃষ্টিকারী এ সুবিধা কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ।
‘চ্যাট লক’ সুবিধা চালুর ব্যাপারে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, ডেস্কটপ ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা আরও শক্তিশালী করতে চ্যাট লক সুবিধা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ব্যাপারে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে অ্যাপটি। সুবিধাটির কাজ সম্পন্ন হওয়ার পর হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে ‘সাইড বার’-এ ‘প্যাডলক’ আইকন যুক্ত করা হবে, যা দেখতে অনেকটা তালার মতো। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য আইকনটিতে ক্লিক করার মাধ্যমে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। সুবিধাটি খুব শিগগিরই প্রক্রিয়াধীন করা হতে পারে।
‘চ্যাট লক’ সুবিধাটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে আদান-প্রদানকৃত ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে প্রয়োজন ব্যবহারকারীদের আঙুলের ছাপের। ফলে ফোন হারানোর পাশাপাশি অন্য কেউ ব্যবহারকারীর অজান্তে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে লক করা বার্তা, ছবি বা ভিডিও দেখার কোনো সুযোগ পাবে না।