।। উপজেলা প্রতিনিধি ।।
“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উলিপুর উপজেলা কেদ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে পল্লী ভবন হলরুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
উক্ত সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুর হক, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা। সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি স্বপন সরকার ভগত, নবনির্বাচিত পরিচালক মিজানুল হাসান সামু প্রমুখ। এছাড়াও এতে উপস্তিত ছিলেন সমবায়ী ভাই-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
ত্রিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মতিয়ার রহমান, পরিচালক মিজানুল হাসান সামু, হারুন অর রশিদ, এ কে এম রিয়াজুল হক, প্রভাষক হারুন অর রশিদ ও জোসনা বেগম।
//নিউজ//উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/০৫/২৪