।। লাইফস্টাইল ডেস্ক ।।
অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম একটি রোগ হলো ক্যানসার। উন্নত বিশ্বের মধ্যে এর পরিধি যেমন ব্যাপক আকার ধারণ করেছে ঠিক তেমনি ক্যানসারের বিষাক্ত ছোবলে আমাদের দেশেও বৃদ্ধি পাচ্ছে লক্ষ লক্ষ রোগীর সংখ্যা। সম্প্রতি ২০১৮ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবেক্যানের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ এ প্রাণঘাতী রোগে আক্রান্ত এবং প্রতিবছরে নতুন আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৭৮১ জন দাঁড়িয়েছে।
ক্যানসারের ব্যথা নিয়ে ইংল্যান্ড স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএসের কর্তাব্যক্তিরা বলেন, পেটে ব্যথা কিংবা কাশি অনেকদিনের চিকিৎসার পরেও যদি সেরে না ওঠে, তাহলে সেটা ক্যানসারের উপসর্গ হতে পারে এবং অনতিবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে হবে। এসব উপসর্গ উপেক্ষা করে চিকিৎসা গ্রহণে বিলম্ব করার কারণে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
জেনে নিন ক্যানসারের ব্যথার কারণ
ক্যানসার শরীরের যেকোনো অংশে হতে পারে এবং তা ক্রমশ বৃদ্ধি পেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। ক্যানসারে আক্রান্ত অংশটুকুর আশেপাশে থাকা বিভিন্ন অংশে চাপ প্রয়োগ করে ব্যথা তৈরির পাশাপাশি ক্যানসার থেকে নিঃসৃত হওয়া কেমিক্যাল পদার্থ ব্যথার অনুভূতি তৈরি করে থাকে। এছাড়া স্নায়ুজনিত ব্যথা, কেমোথেরাপি বা রেডিওথেরাপির ফলে বিভিন্ন অংশের রক্ত চলাচল কমে গিয়ে শরীরের বিভিন্ন অংশে উৎপন্ন হয় ব্যথা। ফলে ক্যানসার ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে দেখা দেয় তীব্র ব্যথার লক্ষণ।
অত্যাধুনিক চিকিৎসা
★ প্রাথমিকভাবে ক্যানসারজনিত ব্যথা দূর করতে ক্যানসারে আক্রান্ত অংশটুকু অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হবে
★ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়েও ব্যথা অপসারণ করা সম্ভব
★ উপরোক্ত চিকিৎসা পদ্ধতি অবলম্বনে ব্যথা না কমলে বা ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কায় কিছু চিকিৎসা গ্রহণ করতে হবে
★ ক্যানসারের ব্যথা দূর করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মরফিন সালফেট সেবন করা শ্রেয়।
এছাড়াও ক্যানসারজনিত জটিল ব্যথার জন্য নার্ভ ব্লক বা নিউরোলিসিস চিকিৎসা, স্টিলেট গ্যাংলিওন ব্লক, পেটে নাভির উপরিভাগের বিভিন্ন অঙ্গের জন্য সিলিয়াক প্লেক্সাস ব্লক ও নিউরোলিসিস চিকিৎসা সহ প্রস্টেট ক্যানসারে সুপিরিয়র হাইপো গ্যাস্ট্রিক প্লেক্সাস ব্লক ও নিউরোলিসিস চিকিৎসা প্রদান করা হয়।