।। টেক ডেস্ক ।।
নতুন নতুন ফিচার যুক্তকরণের মধ্যদিয়ে প্রযুক্তি প্রেমীদের মনে বড় ধরণের জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানিয়ে দেয়ার পাশাপাশি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী লিখে দিতে পারে বার্তা, নিবন্ধ বা কবিতা। তবে আলোড়ন সৃষ্টিকারী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটজিপিটিতে গত কয়েক দিনে যুক্ত ফিচার যেমন ইউজারদের কাজ আরও সহজলভ্য করে তুলেছে ঠিক তেমনি চ্যাটবটটি প্রযুক্তি প্রেমী ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ কথোপকথনের তথ্যও ফাঁস করে দিচ্ছে বলে ‘আরসটেকনিকা’ প্রযুক্তিবিষয়ক এক ওয়েবসাইট বার্তায় জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ বিভিন্ন ধরণের কথোপকথনের তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে চ্যাটজিপিটি চ্যাটবটির বিরুদ্ধে। এরই মধ্যে একজন ব্যবহারকারী তার নিজের চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারের ইতিহাস ঘেঁটে এমন কিছু তথ্য পেয়েছেন যা তিনি কখনো লেখেননি। এর মধ্যদিয়ে ব্যক্তিগত কথোপকথন তথ্য ফাঁসের একটি স্ক্রিনশট ভাইরাল হওয়ায় সংস্থাটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
এ ব্যাপারে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে না, বরং অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার ফলে ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। অন্য কেউ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করে সেই কথোপকথন করছেন বলে সংস্থাটি জানায়। তবে এ বিষয়ে ব্যবহারকারী দাবি করছেন, তাঁর অ্যাকাউন্টে অত্যন্ত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেছেন তিনি।
একই সাথে গবেষক ইয়োহান রেবার্গার ২০২৩ সালের ডিসেম্বর মাসে চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ সুবিধায় নিরাপত্তাত্রুটির প্রথম সন্ধান পেয়েছিলেন। সাধারণত এই ত্রুটিকে কেন্দ্র করেই চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ সুবিধা কাজে লাগানোর মাধ্যমে ই-মেইল ঠিকানাসহ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যায় মর্মে বলেন তিনি।
এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চ্যাটজিপিটির নতুন হালনাগাদ উন্মুক্ত করার উদ্দেশ্যে তড়িঘড়িপূর্বক কাজ করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠানটি।