|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, ফেব্রুয়ারি ০৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ১০ জুয়াড়ি
গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রাম কোনাচীপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় রৌমারী গুটলী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ মুকুল (৪২), মোঃ ইসমাইল হোসেন (২২), মোঃ মাহফুজুল হক (৩৫), মোঃ রফিকুল ইসলাম (৪০), মোঃ আফজাল হোসেন (৩৪), টাপুরচর গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (২৫), মোঃ অছিমুদ্দিন (৪০) ও মোঃ রহিম বাদশা (৩৮)’ দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=30159
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০
সিআর ওয়ারেন্ট মূলে ০৮ জন (উলিপুর-০৬, নাগেশ্বরী-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ১৮ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০২, রাজিবপুর-০১, রৌমারী-১০, কচাকাটা-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম -০১, ফুলবাড়ী-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর) সহ মোট ৩০ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=30162
➤ ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ভুট্টা ক্ষেতের মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা তার ভুট্টা ক্ষেতে প্রবেশ করে মরদেহটি দেখে এলাকাবাসীকে জানায়। পরে সরে জমিনে দেখা গেছে, ওই অজ্ঞাত মরদেহটির গলাকাটা এবং মুখমণ্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে।
https://www.ulipur.com/?p=30171
উলিপুরে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষ জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ জমিতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে নুর হোসেন নামের একজন নিহত হয়।
https://www.ulipur.com/?p=30181
➤ ভূরুঙ্গামারীতে বাড়ির ভিতরে গাঁজা চাষ, মাদক কারবারি গ্রেফতার
ভূরুঙ্গামারীতে বসতভিটা থেকে গাঁজার গাছসহ মাদক কারবারি মোঃ হামিদুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। হামিদুল ইসলাম শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) এলাকার বাসিন্দা।
https://www.ulipur.com/?p=30184
➤ কুড়িগ্রামে দুস্থ ও বেকারদের দারিদ্র্য বিমোচনে জনকল্যাণ প্রকল্প
দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার বলেন, দারিদ্র্য পীড়িত এ জেলার মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি। আপাতত জেলার পাঁচটি উপজেলায় কার্যক্রম চলছে, প্রকল্পটি আগামীতে আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।
https://www.ulipur.com/?p=30176