আল সাবাহ্ (উলিপুর):
৯ জানুয়ারী সোমবার সকাল ১০টায় উলিপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী “উন্নয়ন মেলা ২০১৭” এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র্যালির শুরু হয় ।র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক স.ম. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ সরকার, উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আব্দুল আজিজ প্রধান, সহকারি পুলিশ সুপার ‘বি সার্কেল’ মোঃ মনিরুজ্জামান, সোনালী ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক নিরাঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী বিপ্লব চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম তৈফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমূখ।
মেলায় মোট ১৮টি সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিদিন মেলাস্থলে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এমডিজি অর্জনে সরকারের অভূতপূর্ব সফলতা অর্জনকে জনগনের মাঝে ব্যাপক প্রচারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯ থেকে ১১ জানুয়ারী পর্যন্ত মেলা চলবে।