|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, ফেব্রুয়ারি ০২, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ধরলা নদীর জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
কুড়িগ্রামে ব্যক্তিগত উদ্যোগে নদীর বুকে জেগে ওঠা চরের সাড়ে তিন একর জমি লীজ নিয়ে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে প্রত্যয় ক্রিকেট একাডেমির উদ্যোগে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের স্মরণে ওই একাডেমি মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল।
➤ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা
গত ১০ দিনে ঠান্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে শিশু ও বৃদ্ধ মানুষ ভর্তি হয়েছে দুই শতাধিক। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জন শিশুসহ ১৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শয্যা না পেয়ে অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝে ও বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা করাচ্ছেন।
https://www.ulipur.com/?p=30120
➤ রাজিবপুরে গাঁজার গাছসহ আটক ১
জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী জানান, আমাদের একটি চৌকস টিম রাজিবপুর উপজেলার রৌমারী-রাজিবপুর রোডস্থ মরিচাকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্দিক আলী (৪০), পিতা মৃত সাদেক আলী কে ১২ ফুট ৫ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছসহ আটক করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
https://www.ulipur.com/?p=30145