হাতিয়া প্রতিনিধিঃ
রবিবার বিকেল ৩ টায় হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়া পাড় গ্রামে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীরা ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা দেখতে হাজারো নারী পূরুষের ঢল নেমেছে। হাতিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা দেখতে জেলার বিভিন্ন স্থানের লোকজনের ব্যাপক সমাগম হয়। এতে প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য জনাব, সোহরাব হোসেন (চাঁদ), বিশেষ অতিথি ছিলেন হাতিয়া ইউপি: চেয়ারম্যান এবিএম আবুল হোসেন, ইউপি সদস্য মো: জয়নাল আবেদীন, নুরবানু বেগম, মর্জিনা বেগম । পরে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন।
ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজক কমিটির মো: আবুল হোসেন (ঘোড়া) জানান, ঐতিহ্য বিলুপ্তপ্রায় জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগীতা টিকিয়ে রাখতে আমাদের এ উদ্যোগ এবং প্রতিবছর এই ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হবে।