।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুর গাঁজার গাছসহ সিদ্দিক (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প (ময়মনসিংহ)। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজিবপুর সদর ইউনিয়নের মরিচাকান্দী এলাকায় নিজ বাড়ি থেকে গাঁজা গাছসহ তাকে আটক করে র্যাব।
জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী জানান, আমাদের একটি চৌকস টিম রাজিবপুর উপজেলার রৌমারী-রাজিবপুর রোডস্থ মরিচাকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্দিক আলী, পিতা মৃত সাদেক আলী কে ১২ ফুট ৫ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছসহ আটক করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
তিনি আরও জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গাঁজার গাছ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আমরা আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় হস্তান্তর করেছি।
এ ধরণের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/ ফেব্রুয়ারি/০২/২৪