|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০১, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে কম্বল বিতরণ
উলিপুরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বজরা ইউনিয়নের বিরহিমের চরে এসব শীতার্ত মানুষের কম্বল বিতরণ করা হয়।
➤ নাগেশ্বরীতে মাদকদ্রব্য পরিবহনের চেষ্টায় আটক ১
নাগেশ্বরীতে বিশ্ব ইজতেমার রিজার্ভ বাসে যাত্রী ছদ্মবেশে মাদক পরিবহনের চেষ্টায় মুসল্লিদের সহায়তায় ১০.৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০) কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি নাগেশ্বরীর আঙ্কর নগর (নতুন বাজার) গ্রামের বাসিন্দা।
➤ চিলমারীতে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে আহত ৮, গ্রেফতার ১
আবু ওয়ারেছকে উদ্ধার করতে আসা তার স্ত্রী ও স্বজনদের উপরও হামলা চালায় হামলা কারীরা। এতে প্রায় উভয় পক্ষের ৮ জন আহত হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওয়ারেছসহ আহতদের চিলমারী হাসপাতালে ভর্তি করা হলে গুরুত্বর আহতদের রংপুর হাসপাতালে প্রেরণ করে কর্তৃপক্ষ।
➤ চিলমারীতে নামের মিল থাকায় যৌতুক মামলায় যুবক আটক
কথা হলে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী হিসাবে ও একই নাম ঠিকানা হওয়ায় মাঈদুল ইসলামকে আটক করা হয়েছিল পরে তদন্ত করে সত্যতা নিশ্চিত করে জানা যায় আটককৃত মাঈদুল উক্ত মামলার আসামী নয়, তাই এলাকার মেম্বারের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
➤ রৌমারীতে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে গত কয়েকদিন থেকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি ঠান্ডার প্রকোপ। এই ঠান্ডায় যাতে ছিন্নমূল ও ভাসমান মানুষজন কষ্ট না পায় এ জন্য রৌমারী থানা পুলিশ রাতের আঁধারে প্রায় অর্ধশত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেছে।
রৌমারীতে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ
➤ ভাষার মাসে কুড়িগ্রাম শহরে জেলা পুলিশের লাইব্রেরি উপহার
কুড়িগ্রাম পৌর শহরের নামা টাপু ভেলাকোপা এলাকার ফারাজী পাড়া গ্রামে জ্ঞান পিপাসু সকল বয়সী মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেছে জেলা পুলিশ। ভাষার মাসে কুড়িগ্রাম জেলা পুলিশের এমন লাইব্রেরি উপহার পেয়ে খুশি স্থানীয়রা।