।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় আহত ৮ জন ও থানায় পাল্টাপাল্টি মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে চিলমারীর কিসামত বানু নালারপাড় এলাকায় ঘটেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চিলমারীর কিসামত বানু নালারপাড় গ্রামের মৃত আনিছুর রহমানের পুত্র মোঃ আবু ওয়ারেছ দ্বয়দের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মৃত কোবাদ আলীর পুত্র মোঃ আবু তাহেরদের বিরোধ চলে আসছিল। তারই অংশ হিসেবে বুধবার বিকেলে মোঃ আবু ওয়ারেছ তার ইট ভাটা থেকে নিজ বাড়িতে গেলে তার বাড়ির বাইরের আঙ্গিনায় মোঃ আবু তাহের, শাহিদা বেগম, স্বামী আবু তাহের, মোঃ মোখলেচুর রহমান, পিতা মৃত কোবাদ আলী, মোঃ সোহাগ মিয়া ও আশিকুল ইসলাম আশিক, পিতা মোঃ মোখলেছুর রহমান, মোছাঃ সুফিয়া বেগম, স্বামী মোঃ মোখলেছুর রহমানসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাতে লাঠিসোটা, ধারালো ছোরা, রামদা, বেকি, কাঁচি, লোহার রড, দেশীয় অস্ত্রসস্ত্রসহ আবু ওয়ারেছের উপর হামলা করে। তাকে পিটিয়ে রক্তাক্ত করে ও গুরুত্বর জখম করে তার সাথে থাকা ইট বিক্রি করা ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় আবু ওয়ারেছকে উদ্ধার করতে আসা তার স্ত্রী ও স্বজনদের উপরও হামলা চালায় হামলা কারীরা। এতে প্রায় উভয় পক্ষের ৮ জন আহত হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ওয়ারেছসহ আহতদের চিলমারী হাসপাতালে ভর্তি করা হলে গুরুত্বর আহতদের রংপুর হাসপাতালে প্রেরণ করে কর্তৃপক্ষ।
অভিযুক্তকারীর পরিবারের লোকজন জানান, ওয়ারেছের পরিবার শক্তির জোড়ে আমাদের উপর হামলা করে এবং ধারালো দা দিয়ে কোপ মারে আমাদের লোজজনকে আহত করেছে।
কথা হলে চিলমারী মডেল থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ মামলা দায়ের করেছে, ইতিমধ্যে সোহাগ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে মামলার ২নং আসামী নালারপাড় সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ শাহিদা বেগম জামিনে আসলেও মামলার ১নং আসামী উক্ত বিদ্যালয়ের ভারঃ প্রধান শিক্ষক আবু তাহের ছুটির আবেদন করেছেন বলে জানান উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।
ঘটনার বিষয় অবগত আছেন জানিয়ে উপজেলা শিক্ষা অফিসার আবু সালেহ্ সরকার বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।