।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরীতে বিশ্ব ইজতেমার রিজার্ভ বাসে যাত্রী ছদ্মবেশে মাদক পরিবহনের চেষ্টায় মুসল্লিদের সহায়তায় ১০.৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০) কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি নাগেশ্বরীর আঙ্কর নগর (নতুন বাজার) গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মনিটরিংয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জনানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারি) রাতে নাগেশ্বরী পৌরসভাধীন বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে বিশ্ব ইজতেমার রিজার্ভ বাসে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা করার সময় মুসল্লিদের সহায়তায় মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেনকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, আটককৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইজতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের চৌকস টিমের অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।