।। নিউজ ডেস্ক ।।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে চিলমারী ও উলিপুরে পৃথকভাবে বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উলিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল করেন নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম. হাবিব নয়ন, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ।
অন্যদিকে একই দিনে চিলমারীর বিএনপির নেতা আবু সাঈদ হোসেন পাখি ও অন্য আর এক অংশের ছাত্রদলের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানাহাট বাজার প্রদক্ষিণ শেষে চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড়ে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভ মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা আবু সাঈদ হোসেন পাখি, বিএনপি নেতা দুলাল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাবু, মৎস্যজীবী দল সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম প্রমুখ।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি’র বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।