।। লাইফস্টাইল ডেস্ক ।।
শিশুকে গোসল করানোর সময় সাবধানতা অবলম্বনে গোসল করাটা শ্রেয়। তবে অধিকাংশ ক্ষেত্রে শিশুর কানে পানি ঢুকলে বিড়ম্বনা সৃষ্টির পাশাপাশি কানে পানি জমা বা গ্লু ইয়ার হয়ে অমনোযোগিতার লক্ষণ বিশেষভাবে পরিলক্ষিত হয়। ধারণা করা হয়, প্রতি চারজনে একজন শিশু অমনোযোগিতা বা শ্রবণশক্তি হ্রাসের সমস্যায় ভুগে থাকেন। তাই শিশুর কানে পানি ঢোকা রোধে আমাদের সর্বদা ততপর থাকতে হবে। তবে শিশুকে গোসল করানোর ক্ষেত্রে উদ্যোগী বা যত্নবান থাকার পরেও যদি শিশুর কানে পানি ঢুকে যায়, তাহলে নিচের ঘরোয়া উপায়গুলো অনুসরণ করা যেতে পারে।
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাহনুমা আমিনের পরামর্শ অনুযায়ীঃ-
জেনে নেয়া যাক শিশুর কানে পানি ঢুকলে যা করতে হবেঃ-
★ শিশুর যে কানে পানি ঢুকেছে তা শনাক্ত করে মাথাটি ঠিক একই পাশে কাত করে বেশ কয়েকবার কানের ওপর হাতের তালু রেখে চাপ দিয়ে হাতটি সরিয়ে নিয়ে পানি বের করা যেতে পারে
★ পানি ঢোকা কানে গরম পানিতে ভেজানো তোয়ালে ধরে রাখতে হবে এবং শিশুর যে কানে পানি ঢুকেছে, সেদিকে শিশুকে কাত করে রাখতে হবে
★ শিশুর পানি ঢোকা কানে ২-৩ ফোঁটা জলপাই তেল দিয়ে শিশুকে কাত করা অবস্থায় ১০ মিনিটের মতো রাখতে হবে। এতে পানি বের হয়ে যাবে
★ কানে স্বাভাবিক শব্দ শুনতে শিশুকে লম্বা শ্বাস নিয়ে নাকের ফুটো আঙুল দিয়ে চেপে ধরে মুখ দিয়ে নিশ্বাস না ছেড়ে নাক দিয়ে ছাড়তে বলতে হবে। কিছুক্ষণের মধ্যে শব্দ অনুভব করতে পারবে
★ কানের পানি অপসারণের অন্যতম একটি মাধ্যম হলো হেয়ার ড্রায়ার। শিশুর কান থেকে ১০-১২ ইঞ্চি দূরে রেখে লো হিটে চালু করে কিছুক্ষণ ধরে রাখলে কানের পানি শুকিয়ে যাবে।
★ উপরোক্ত পদ্ধতি অবলম্বনে সাফল্য না পাওয়া গেলে সঙ্গে সঙ্গে শিশুকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরমর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে