|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সরকারি নিষেধাজ্ঞার পরেও কুড়িগ্রামে খুলেছে মাধ্যমিক বিদ্যালয়
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ জানান, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক।
https://www.ulipur.com/?p=30016
➤ রৌমারীতে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল কিশোরের
সোমবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়ের ঝগড়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা কিশোর শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
https://www.ulipur.com/?p=30020
➤ নাগেশ্বরীতে আধুনিক মুক্তমঞ্চ উদ্বোধন
নাগেশ্বরীতে আধুনিক মুক্তমঞ্চের উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ঐতিহ্যবাহী মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ।
https://www.ulipur.com/?p=30026
➤ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা মহুবর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। রবিবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
https://www.ulipur.com/?p=30031