।। টেক ডেস্ক ।।
জিমেইলে ‘হেল্প মি রাইট’ নামের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুলের সুবিধা চালু করতে চলেছে জনপ্রিয় প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগল। যদিও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে টুলটিতে থাকছে ‘এআই ভয়েস’ সুবিধা। ব্যবহারকারীদের দিক নির্দেশনা অনুযায়ী মুখের উচ্চারণে যেকোনো বিষয়ের উপর স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ ই-মেইল লিখে দিতে পারবে টুলটি। মূলত ব্যস্ততার সময়ে দ্রুত ই-মেইল তৈরির উদ্দেশ্যেই এই টুলটির উন্মোচন করল জায়ান্ট গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে জানা যায়, জিমেইলে যুক্ত করা ‘হেল্প মি রাইট’ টুলটি স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লিখে দিলেও সেগুলো পুনরায় কাষ্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ খসড়া ই-মেইলে থাকা শব্দ বাদ দেওয়ার পাশাপাশি চাইলে নতুন তথ্যও যুক্ত করতে পারবেন। ফলে যেকোনো ভিত্তিতে ই-মেইলে কোন তথ্য ভুল বা বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ‘হেল্প মি রাইট’ সুবিধা ব্যবহারের সময় উচ্চারণ যত ভালো হবে ততই নিখুঁতভাবে ই-মেইল লিখে দেবে জিমেইলে যুক্তকরণ টুলটি।
টুলটির ব্যবহার সম্পর্কে ‘দ্য এসপিঅ্যান্ড্রয়েড’-এর তথ্যমতে জানা গেছে, ব্যবহারকারীর মুখের কথা শনাক্ত করে ই-মেইল লেখার এআই প্রযুক্তিনির্ভর টুলটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এ সুবিধা চালু হলে জিমেইলে ‘ড্রাফট ই-মেইল উইথ ভয়েস’ নামে একটি বাটন যুক্ত হবে এবং বাটনটিতে ক্লিক করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে পপআপের মাধ্যমে পর্দায় একটি ‘মাইক’ বাটন লক্ষ্য করা যাবে। তারপর স্ক্রিনের বাটনটিতে ক্লিক করে কথা বলার মাধ্যমে ই-মেইল আকারে লিখে দেবে ব্যবহারকারীদের।
বর্তমানে গুগল ল্যাবসের মাধ্যমে কিছুসংখ্যক ব্যক্তি জিমেইলে যুক্তকরণ টুলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন মর্মে জানা গিয়েছে। তবে ধারণা করা হয়, খুব শিগগিরই ‘হেল্প মি রাইট’ সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।