।। নিউজ ডেস্ক ।।
ভূরুঙ্গামারী থেকে চুরি হওয়া অটোরিকশা, চোরাই কাজে ব্যবহৃত বোল্ড কাটার ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ০৩.৪৫টায় ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে চুরি হওয়া একটি অটো নাগেশ্বরীর দিকে যাওয়ার সময় নাগেশ্বরী থানাধীন ভূরুঙ্গামারী হতে নাগেশ্বরীগামী বাঁশতলা নামক স্থান থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা অটোচোর চক্রের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি বোল্ট কাটার ও চোরাই অটো এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আরাজী পাইকেরছড়া গ্রামের মোঃ জরিপ উদ্দিন (২৭), দেওয়ানের খামার এলাকার মোঃ শাহীন আলম (২৮), মোঃ আসাদুল হক (৩৬) ও ছোট খাটামারী গ্রামের মোঃ মফিজুল ইসলাম (৪০) দ্বয়কে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরী এলাকা থেকে অটোরিকশা চুরি করে দীর্ঘদিন যাবৎ অন্যত্র পাচার করে আসছিল এই চক্রটি। নাগেশ্বরী থানা পুলিশ দীর্ঘদিন ধরে এই চক্রটির কার্যক্রম অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি (শুক্রবার) চোরাই অটো ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশ।