|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে সমলয় পদ্ধতিতে বীজতলায় কম খরচে বেশি ফলনের আশা কৃষকদের
সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কাটায় কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে সমলয় চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত হবে।
https://www.ulipur.com/?p=29928
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (কুড়িগ্রাম-০১, চিলমারী-০১, কচাকাটা-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (উলিপুর-০২, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ১১ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০৯), পূর্বের মামলায় ০২ জন (নাগেশ্বরী-০১, চিলমারী-০১), ১৫১ ধারায় ০২ জন (ভূরুঙ্গামারী), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ২২ জন আসামী গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=29925
➤ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় শীত কষ্টে পড়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন।
https://www.ulipur.com/?p=29914